টিউটোরিয়াল
১. প্রথমে নিচের ডাউনলোড এ ক্লিক করে ৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এটি একটি ফ্রিওয়্যার তাই সিরিয়ালের দরকার নেই)
২. এই লিংক এ ক্লিক করে বাংলা অনুবাদের ফাইলটি (bn.hoque.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটি জহুরুল হকের করা। অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
৩. আপনার পিসিতে সোলায়মান লিপি বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর কন্ট্রোল প্যানেল থেকে ফন্ট ফোল্ডারে পেস্ট করুন।
[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে এখান থেকে জাভা ডাউনলোড করে ইন্সটল করে নিন]
জিকর সফটওয়্যারে অনুবাদ যোগ করা, বাংলা ফন্ট ঠিক করা ও সার্চ করার পদ্ধতি জানতে এখানে ক্লিক করে ভিডিওটি দেখুন।
এবং সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে করা এই ভিডিওটিও দেখুন।
কেউ যদি অনলাইনে তেলাওয়াত শুনতে চান তবে-
Audio > Recitation থেকে ক্বারীর নাম সিলেক্ট করুন। (আপনার ইন্টারনেট সংযোগ কত গতির সে অনুসারে সিলেক্ট করে নেবনে)
যারা অফলাইনে শুনতে চান, তারা পুরো অডিও (Recitation) প্যাকেজটি ডাউনলোড করে নিন এখান থেকে।
ইসলামের আলো বিডির সিডিটি কিনলে এই সফটওয়্যারটি সহজেই পেয়ে যাবেন। সিডি সম্পর্কিত বিস্তারিতঃ এখানে।
5 Comments
Click here for Commentsখুবি উপকারি
Replyধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
Replythanks
ReplyWelcome.
ReplyVai Arabic grammar shikhar jonno banglate kono boi pelam na
ReplyPost Your Comment